Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদের পুকুর ভরাটের প্রতিবাদ

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১২:০০ এএম

নোয়াখালী পৌরসভার সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় শত বছরের পুরোনো টুকু বকশী জামে মসজিদের পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় সোনাপুর-চৌমুহনী সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, টুকু বকশী মসজিদ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান বুলবুল, অ্যাডভোকেট সামছুল ফারুক, আহসান উল্যাহ মন্টুসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা। বক্তারা বলেন, শত বছরের পুরোনো এ পুকুরটি ভরাট করা হলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার সংরক্ষণ আইন লংঘন হবে। অপরদিকে মসজিদের মুসল্লীরা অজু করতে পারবে না। সোনাপুর বাজারটিও অনেক পুরোনো বাজার কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখানে। কখনও আগুন লাগলে তা নেভানোর জন্য কোন পানি পাওয়া যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ