পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যু কিছুতেই যেন রোধ করা যাচ্ছে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ী এবং চাঁপাইনবাবগঞ্জে ২ বছরের শিশুসহ গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন আর গুরুতর আহত হয়েছেন ২ জন। এছাড়া শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন রেলওয়ের এক গেইটম্যান। আমাদের ব্যুরো অফিস ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে খবর বিস্তারিত:
চট্টগ্রাম ব্যুরো জানায়, সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গত বুধবার রাতে চমেক হাসপাতালের সামনের সড়কে খোরশেদ আলম (৪৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কড়ইতলী এলাকার জহিরুল হকের পুত্র। নগরীর আন্দরকিল্লা ঘাটফরহাদবেগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন দিক থেকে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িটি খোরশেদ আলমকে ধাক্কা দেয়। উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়। ময়লার গাড়ি ও তার চালককে আটক করেছে পুলিশ।
যশোর ব্যুরো জানায়, ঝিনাইদহের কালীগঞ্জের পাতিবিলা নামক স্থানে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে।
খুলনা ব্যুরো জানায়, খুলনার দূর্ঘটনা প্রবন এলাকা হিসেবে পরিচিত ডুমুরিয়া উপজেলার চুকনগরে বাস ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক আ. রাজ্জাক শেখ ও তার পিতা কৃষক মোসলেম উদ্দীন শেখ গুরুতর আহত হন। আহতদের মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুকনগর হাইওয়ে থানা ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর পৃথক সড়ক দুর্ঘটনায় হাসান আলী (২) নামের এক শিশু ও মাবিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল ভোলাহাটের বীরেশ্বরপুর আনসার ক্লাবের সামনে ও গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ দূর্ঘটনা দুটি ঘটে। নিহত শিশু হাসান আলী গোহালবাড়ি ইউনিয়নের বীরেশ্বরপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। আর মাবিয়া বেগম উপজেলার রাধানগর ইউনিয়নের নগর পাড়া এলাকার আব্দুর রাকিবের স্ত্রী।
কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে স্যালোইঞ্চিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক সুমন উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে।
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের গেইটম্যান লিটু কুমার বিশ্বাস (৩৫) মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল পথের ৩৩৮/০ কিলোমিটার এলাকার মাইজপাড়া নামক স্থানে গেইটের কাছে এ ঘটনা ঘাটে। নিহত লিটু কুমার রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মচারী। তার বাড়ী বরগুনা জেলায়। রেলওয়ের পিডব্লিউ মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।