Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জীবনে চরম দূর্বিষহ

সংবাদ সম্মেলনে মুফতী ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০৬ এএম

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনগণের জীবন চরম দুর্বিষহ করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি বলেন, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে, সে সময় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের সঙ্গে প্রহসন করছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেই দিন দিন ভোগ্যপণ্যের দাম বেড়েই চলছে। ভোজ্যতেল চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য প্রত্যাহার করে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের রুদ্ররোষ সৃষ্টি হচ্ছে। ফলে জনগণ যে কোন সময় সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে নামতে বাধ্য হতে পারে।

গতকাল বুধবার বরিশাল প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি এ সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এ সময় বরিশাল জেলা সভাপতি মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা সৈয়দ নাসির উদ্দিন আহমদ কাওছার, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ