Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১৮ সালের আগেই যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে চলাচলের জন্য উন্মুক্ত হবে

নিজেই স্কেভেটর দিয়ে বালু ফেললেন ওবায়দুল কাদের

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন শীতের সময় ঘনকুয়াশায় চালকদের গতি কমিয়ে দেখেশুনে গাড়ি চালাতে হবে। এতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। ২০১৮ সালে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত ৫৫ কিলোমিটার এক্সপ্রেস রোড নির্মাণের টার্গেট দেয়া হয়েছে সেনাবাহিনীকে। পদ্মা সেতুর  ৪ লেন বিশিষ্ট এই এক্সপ্রেস রোড নির্মাণ সম্পন্ন হলে কেরানীগঞ্জের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে এবং এলাকার চেহারা  পাল্টে যাবে।
তিনি গতকাল (বৃহস্পতিবার) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রাবাড়ি-মাওয়া ৫৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের ৪ লেনসহ এক্সপ্রেস রোডের বালুভরাট কাজের শুভ উদ্বোধনকালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসানুল কবির, কর্নেল ইফতেখার আনিস, লে. কর্নেল মোঃ মেহফুজার রহমান, লে. কর্নেল মোঃ কবির উদ্দিন শিকদার, লে. কর্নেল নিজাম উদ্দিন আহমদ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়া  প্রমুখ। মন্ত্রী আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নত মহাসড়কের অবকাঠামো উন্নয়ন অপরিহার্য। দেশের দক্ষিণাঞ্চলের সাথে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগের জন্য পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পদ্মা সেতু ব্যবহার করে দেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহে যাতায়াত দ্রুততর, নির্বিঘœ ও সহজতর করা এবং এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষে যাত্রাবাড়ি ইন্টারসেকশন (ইকুরিয়া-বাবু বাজার লিংক সড়কসহ)-মাওয়া এবং পাঁচ্চর-ভাংগা মহাসড়ক উভয় দিকে ধীরগতি যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীতকরন (পদ্মা সেতু লিংক রোড) প্রকল্পনা গ্রহণ করা হয়েছে। মহাসড়কটি হবে বাংলাদেশে নির্মিত প্রথম এক্সপ্রেসওয়ে। মহাসড়কটির উভয় পার্শ্বে ধীরগতির যানবাহনের জন্য ৫.৫০ মিটার প্রশস্ত পৃথক লেন থাকবে  মহাসড়কের কোথাও ট্রাফিক ক্রসিং ও ধীর গতির যান চলার থাকবে না বিধায় যানবাহন নিরাবচ্ছিন্ন ও নির্বিঘেœ চলাচল করতে পারবে। ফলে দক্ষিণ অঞ্চলের সাথে রাজধানী ঢাকা ও দেশের পুর্বাঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ সময় সাশ্রয় ও আরামদায়ক হবে।
গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। ৫৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে (৬২৫২.২৯ কোটি টাকা ব্যয়ে) বাস্তবায়ন করা হচ্ছে। মহসড়কের মাঝ বরাবর ৫.০০ মিটার প্রশস্ত মিডিয়াম থাকবে। এছাড়া মহাসড়কের ৪টি ফ্লাইওভার, ৪টি রেলওয়েওভার পাস, ২১টি আন্ডার পাস এবং ৩টি ইন্টারচেঞ্জ থাকবে। মহসড়কের দুইপাশের মিডিয়ামে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়ন করা হবে। ভবিষ্যতে এই মিডিয়াম ব্যবহার করে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই স্কেভেটর দিয়ে রাস্তায় বালু ফেলে এই কাজের উদ্বোধন করেন।

আরাকানে গণহত্যার প্রতিবাদে আজ চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো : মিয়ানমারের আরাকানে নির্বিচারে মুসলমান নারী ও শিশু হত্যার প্রতিবাদে আজ (শুক্রবার) বাদজুমা চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে হেফাজতে ইসলাম। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা। একই দাবিতে আগামী ২৫ নভেম্বর কক্সবাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজত।
গত ৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। এর মধ্যে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গণহত্যা বন্ধ না হলে মিয়ানমার অভিমুখী লংমার্চ কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেয়া হয় ওই সংবাদ সম্মেলনে।
মিয়ানমারে নিরপরাধ রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান সভ্যতা ও মানবতা বিরোধী এ গণহত্যার পরও গোটা বিশ্ব নীরব রয়েছে। বিশ্ববাসীর বিবেক জাগ্রত করতে এবং মানবতা বিরোধী এ অপরাধ বন্ধে জাতিসংঘসহ বিশ্বের বিবেকবান সব রাষ্ট্র ও সংস্থার দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান হেফাজত নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ