Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়েবাড়িতে গডমাদারের গুলিতে মারা পড়ল বরের চাচী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভারতে এক বিয়েবাড়িতে নৃত্যের তালে তালে স্বঘোষিত গডমাদারের চালানো গুলিতে মারা পড়ল বরের চাচী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিয়ানা রাজ্যের কারনাল শহরে গত মঙ্গলবার এক বিয়েবাড়িতে এ ঘটনা ঘটে। ওই বিয়ে অনুষ্ঠানের একটি ভিডিওচিত্রে দেখা স্বাধ্বী দেবা ঠাকুর নামে ওই ভ- তান্ত্রিক নাচের তালে তালে হাসতে হাসতে গুলি করছে।
তার সঙ্গে দুই সহযোগীও গুলি চালাচ্ছে। বিয়ে অনুষ্ঠানের এক অতিথি জানান, এ সময় ওই তান্ত্রিক ডিজেকে গান বাজাতে বলেন।
এ সময় তাদের এ তা-বনৃত্য থামাতে হাতজোড় করে বর-কনে অনুরোধ করলেও তারা তা কানে নেননি। একপর্যায়ে বরের চাচী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তান্ত্রিক তার দলবল নিয়ে চম্পট দেয়। পুলিশ এ ব্যাপারে একটি হত্যা মামলা নিয়েছে এবং ওই ভ- তান্ত্রিক ও তার সহযোগীদের খুঁজছে। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ