Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৩

দুই জেলায় ঝরল আরো ২ প্রাণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ১২:০০ এএম

দেশের তিন জেলায় গতকাল সড়কে প্রাণ হারিয়েছে পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দিনাজপুরের বিরলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটরসাইকেলে থাকা ১ ইউপি সদস্যসহ ৩, চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় এক, ভোলায় এক মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু হয়, আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় আব্দুর রাকিব নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুর বেলায় জেলা শহরের সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর এলাকায় মৃত মোন্তাজ আলীর ছেলে।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলা ইলিশা কারিমিয়া মাদরাসার সামনে ঘরপোড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মাইসা নামের এক শিশু শিক্ষার্থীর নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মা-শিশু সহ একই পরিবারের জন গুরুতর আহত হন।
বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের বিরলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটরসাইকেলে থাকা ১ ইউপি সদস্যসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. রাকিব, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে মো. তাসিম ও দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যান বাজারে এই দুর্ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ