Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ : রিজভী

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ‘সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই নিন্দা জানান।
তিনি বলেন, যারা রাষ্ট্রক্ষমতায় আছেন, তারা নিজেদের মোগল সম্রাটের মতো অথবা অন্য কোনো সম্রাটের মতো সম্রাট ভাবেন। আমার বাবার মৃত্যুদিবসে কেনো অন্যরা জন্মদিবস পালন করবে? এক ধরনের হীনতা, এক ধরনের প্রতিহিংসা, সেই প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা দেয়া ও এই গ্রেফতারি পরোয়ানা।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে এই হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বেগম খালেদা জিয়াকে বিপর্যস্ত করতে এই গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই পারোয়ানা ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার দিনে জন্মদিন পালন বন্ধের আর্জি জানিয়ে করা মামলায় আদালতের সমনে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হয়েছে।
এক নেতার মামলায় মহানগর হাকিম ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সভাকক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর উদ্যোগে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের প্রসঙ্গে রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যিনি মামলা দিয়েছেন, তিনি একজন ব্যক্তি নয়, একজন আওয়ামী লীগের সমর্থক নন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন, তার নির্দেশে তিনি এই মামলা করেছেন, নইলে এই মামলা করার কথা নয়।
এভাবে নিরন্তর মামলা-মোকদ্দমা দেয়া, বার বার আদালতে হাজিরা দিয়ে শেখ হাসিনা মনে করেছেন বিএনপি নেত্রী পর্যুদস্ত হয়ে যাবেন, তার (শেখ হাসিনা) ময়ূরের সিংহাসন অব্যাহত থাকবে, নিরাপদ থাকবেÑ এইরকম একটি ভাবনা থেকে নিপীড়ন-নির্যাতনের মামলা।
ভারতের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আজকে পত্রিকায় দেখলাম ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ২ কোটি অবৈধ বাংলাদেশী নাকী ভারতে আছে। সেখানে যদি ২ কোটি থাকে, তাহলে ভারতের রাষ্ট্র কী, রাষ্ট্রের সরকার কারা। আসলে একটা গভীর ষড়যন্ত্র চলছে। ভারতের যে রাষ্ট্র চরিত্র এখন, বিশ্বের মধ্যে যদি একটা সাম্প্রদায়িক দেশ থেকে থাকে, সেটা ভারত। বাংলাদেশের ২ কোটি লোক ভারতে যাবে কেনো?
রিজভী আহমেদ বলেন, ভারতের পশ্চিম বাংলার স্থানীয় মুসলমানদের তাড়িয়ে দেয়ার জন্য, সেখানের ভূমিপুত্রদের তাড়িয়ে দেয়ার জন্য আজকে এই গভীর চক্রান্ত। ২ কোটি মানুষ ভারতে চলে যাবে? চিকিৎসা জন্য, ভ্রমণের জন্য আমরা ভারতে যাই, কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার জন্য কেউ যায় না।
রিজভী বলেন, আমাদের সাংস্কৃতিক আগ্রাসন চলছে। ভারতের সিনেমায়, তাদের নাটকের মধ্যে এই আগ্রাসন। আমাদের মুক্তিযুদ্ধকে তারা চলচ্চিত্রে দেখাচ্ছে, একাত্তরের যুদ্ধ ভারত-পাকিস্তানের যুদ্ধ। ভারতের ইস্টার্ণ কমান্ড পালন করে এটা হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধ। অর্থাৎ কতখানি তারা হেয় করে, কতখানি তারা আমাদের অবজ্ঞার চোখে দেখে, সেটা আজ নতুন করে বলার অপেক্ষা রাখে না।
সেজন্য আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ মওলানা ভাসানীকে আমদের স্মরণ করতে হবে। আজকে বলতে হবে, আমরা স্বাধীনতা লাভ করেছি, পিন্ডির কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি, দিল্লীর কাছে মাথা নত করার জন্য নয়, তাদের দাসত্ব করার জন্য নয়।
‘সুন্দরবন ধ্বংসের জন্যই সরকার রামপালে কয়লভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে’Ñ এই মন্তব্য করে মরক্কোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কঠোর সমালোচনা করেন রিজভী। প্রধানমন্ত্রী মরক্কো গিয়ে জলবায়ু সম্মেলনে বড় বড় কথা বলেছেন। আর বাংলাদেশে সুন্দরবন ধ্বংস করতে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভারতের একটি কোম্পানিকে দিয়েছেন। বাহ! প্রধানমন্ত্রীর দ্বৈত চরিত্র আমাদের অবাক করে। আপনি নিজের নিজের প্রাকৃতিক সম্পদ, নিজের দেশের মানুষকে বিপন্ন করে শুধুমাত্র ক্রীতদাস থাকার জন্য ভারতের কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন।
ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুুল করীম খান, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ইসলামিক পার্টির এম এ কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ