Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসন্ন গণঅভ্যুত্থানেরই পূর্বাভাস-শফিউল আলম প্রধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসন্ন গণঅভ্যুত্থানেরই পূর্বাভাস। তিনি বলেন, আদালতের এই রায়ে দেশবাসী হতবাক ও স্তম্ভিত। জন্ম-মৃত্যুর মালিক আল্লাহ, জন্ম তারিখ নিয়ে এ ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি তামাশার ইতিহাস বাংলাদেশ কেন-তাবৎ দুনিয়া কখনো দেখে নাই কিংবা শোনেও নাই। এখন এটা স্পষ্ট আসন্ন গণঅভ্যুত্থানের নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার জমের মত ভয় পেতে শুরু করেছে। তিনি সময় থাকতে এ ধরনের নি¤œ রুচির রাজনৈতিক রং-তামাশা বন্ধের আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তর্বক অর্পন ও মোনাজাত শেষে মাজার সংলগ্ন দরবার হলে সমবেত জাগপার নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেন, মওলানা ভাসানী শিখিয়েছেন শেষ বিচারে মজলুম মানুষের সংগ্রামের সামনে জালেমশাহী টিকতে পারে না। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার চলমান সংগ্রামে তিনি আমাদের প্রেরণা হয়ে আছেন এবং থাকবেন।
টাঙ্গাইল জেলা জাগপার আহ্বায়ক মজনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মাস্টার এম এ মান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা সভাপতি প্রিন্সিপাল হুমায়ুন, যুব জাগপার সভাপতি আলহাজ ফাইজুল রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মাহিদুর রহমান বাবলা, যুব নেতা ইসহাক মীর, মোঃ বিপুল। জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হাসান, যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক আবু নাঈম, ছাত্রনেতা নুর প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ