পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসন্ন গণঅভ্যুত্থানেরই পূর্বাভাস। তিনি বলেন, আদালতের এই রায়ে দেশবাসী হতবাক ও স্তম্ভিত। জন্ম-মৃত্যুর মালিক আল্লাহ, জন্ম তারিখ নিয়ে এ ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি তামাশার ইতিহাস বাংলাদেশ কেন-তাবৎ দুনিয়া কখনো দেখে নাই কিংবা শোনেও নাই। এখন এটা স্পষ্ট আসন্ন গণঅভ্যুত্থানের নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার জমের মত ভয় পেতে শুরু করেছে। তিনি সময় থাকতে এ ধরনের নি¤œ রুচির রাজনৈতিক রং-তামাশা বন্ধের আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তর্বক অর্পন ও মোনাজাত শেষে মাজার সংলগ্ন দরবার হলে সমবেত জাগপার নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেন, মওলানা ভাসানী শিখিয়েছেন শেষ বিচারে মজলুম মানুষের সংগ্রামের সামনে জালেমশাহী টিকতে পারে না। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার চলমান সংগ্রামে তিনি আমাদের প্রেরণা হয়ে আছেন এবং থাকবেন।
টাঙ্গাইল জেলা জাগপার আহ্বায়ক মজনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মাস্টার এম এ মান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা সভাপতি প্রিন্সিপাল হুমায়ুন, যুব জাগপার সভাপতি আলহাজ ফাইজুল রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মাহিদুর রহমান বাবলা, যুব নেতা ইসহাক মীর, মোঃ বিপুল। জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হাসান, যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক আবু নাঈম, ছাত্রনেতা নুর প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।