পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। গতকাল রোববার বিকেল পৌনে ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কিছুক্ষণ পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নারায়ণগঞ্জে ছাত্রদলের একটি কর্মশালায় অংশ নেন ড. মঈন খান। সেখানে দীর্ঘ সময় বক্তব্য রাখেন। এ সময় গরমে অসুস্থ বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি হলে ডা. আতিকুর রহমানের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।