Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাথে বৈঠক বিএনপি নেতাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১২:০১ এএম

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। গতকাল রোববার দুপুরে হাইকমিশনে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এদিন রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, হাইকমিশনার জেরিমি ব্রুআরের সঙ্গে অন্তত ঘণ্টাখানেক বৈঠক করেছেন বিএনপির তিন নেতা। এ বিষয়ে জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া কোনও নেতা বক্তব্য দিতে রাজি হননি। দলের সূত্র জানায়, সাক্ষাতের ঘটনাটি সৌজন্যমূলক ও একান্ত হওয়ায় দলের পক্ষ থেকে কোনও বক্তব্য দেওয়া হচ্ছে না।
এর আগে, জার্মানি ও তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করে দলটির নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ