Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে বিচারপতি এম. ইনায়েতুর রহিম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৯:৪০ পিএম

আগামী ১৬ মে থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম। সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার বেলা ২ টা ৩০ মিনিট থেকে তিনি চেম্বার কোর্টে শারীরিক উপস্থিতির মাধ্যমে শুনানি গ্রহণ করবেন।

প্রধান বিচারপতির এ সিদ্ধান্ত আপিল বিভাগের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. বদরুল আলম ভুইঁয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিস্পত্তির জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিচারপতি এম. ইনায়েতুর রহিম দৈনিক চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ