Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা বাণিজ্যমন্ত্রী সমর্থিত

গণতান্ত্রিক বাম ঐক্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১২:০৩ এএম

শুধু ভোজ্য তেল নয়, চাল ডালসহ অন্যান্য নিত্য পণ্যের বাজর নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ী সিডিকেটের সদস্যরা। আর এরা সবাই বাণিজ্যমন্ত্রীর সমর্থিত ব্যবসায়ী বলে পরিচিত। ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা এ কথা বলেন। একই সাথে নেতারা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সিন্ডিকেটের সদস্য ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল এ সমাবেশ অনুষ্ঠিত হয়

সমাবেশে বক্তারা বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ। বাজার নিয়ন্থ্রণ করতে হলে মন্ত্রী এমপিদের অনিয়মন দুর্নীতি বন্ধ করতে হবে। মন্ত্রী-আমলাদের আত্মীয় স্বজনদের সরকার পরিচালনায় অবৈধ প্রভাব বন্ধ করতে হবে। ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
বাম নেতারা বলেন, তেলের দাম বাড়ার পরও সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ব্যবসায়ী সিন্ডিকেটের পক্ষে ওকালতি করে বক্তব্য দিচ্ছেন। মন্ত্রীর এ বক্তব্যের তীব্র নিন্দা জানান গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম। বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ