Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘তেল প্যাকেজের’ বিরুদ্ধে মাঠে নামছে ভোক্তা অধিকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ১০:৩৯ পিএম

তেল নিতে চাইলে চা পাতা, চিনি, পোলাওয়ের চাল কিনতে হবে, এমন শর্তে যারা প্যাকেজ চালু করেছে তাদের বিরুদ্ধে আগামী সোমবার থেকে অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, আমরা আজ সবাইকে ডেকেছি, সবার কথা শুনেছি, সেখানে কোম্পানিগুলো বলেছে; তারা এমন প্যাকেজ আকারে শর্ত দিয়ে তেল বিক্রির নির্দেশনা দেয়নি। তবে আমাদের কাছে তথ্য আছে কারা এমন তেল কিনতে চা পাতা, চিনি, পোলাওয়ের চাল কেনার শর্তে তেল বিক্রি করেছে। কারা ঈদের সময় ১৬০ টাকার তেল ২০০ টাকা বিক্রি করে কোটি কোটি টাকা লুপাট করেছে। অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান আরও বলেন, আমাদের কাছে তথ্য আছে, এভাবে প্যাকেজ বানিয়ে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করেছেন ডিলার ডিস্ট্রিবিউটররা। আমরা তাদের খুঁজে বের করব। তাদের ডিলারশিপসহ ডিস্ট্রিবিউশন করা আমরা বাতিল করব। সেই লক্ষ্যে আগামী সপ্তাহ মানে সোমবার থেকে আমাদের অভিযান শুরু হবে।

মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপপরিচালক আফরোজ রহমানসহ মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, টি কে গ্রুপ, এস আলম গ্রুপের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • বলা যাবে না ১২ মে, ২০২২, ১১:৫৫ পিএম says : 0
    মিরপুর -১১ পুষ্টি সয়াবিন তেল এর ডিলারের, TSM রবিউল ইসলাম নামে এক জন লোক তেলের সাথে এইগুলো বিক্রি করতে বলে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ