Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রাইভার মালেক ও তার স্ত্রীর বিচার শুরু

অবৈধ সম্পদ অর্জনের মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ১২:০০ এএম

স্বাস্থ্য অধিদফতরের আলোচিত ড্রাইভার আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার বিচার শুরু হয়েছে। গতকাল বুধবার অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো: আসিফুজ্জামান তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ৭ জুন দিন ধার্য করেন আদালত।
গতকাল ড্রাইভার আব্দুল মালেক দম্পতির পক্ষে জামিন আবেদনও করা হয়। এ আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করা হয় ১৯ মে।
এর আগে গত ১৮ এপ্রিল আব্দুল মালেক ও তার স্ত্রীর পক্ষে অ্যাডভোকেট শাহীনূর ইসলাম মামলা থেকে তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য ১১ মে দিন ধার্য করেন।
২০২১ সালের ২৭ অক্টোবর মামলা দু’টির তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। ওই বছর ২১ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। আব্দুল মালেক দম্পতির বিরুদ্ধে দুই মামলায সাড়ে ৩ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেককে গ্রেফতার করে র‌্যাব-১। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার বাংলাদেশী জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ মামলায় ২০২১ সালের ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেককে অস্ত্র আইনের মামলায় এক ধারায় ১৫ বছর ও আরেক ধারায় তাকে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে দুই ধারায় সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: রবিউল এ রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ