Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের পদত্যাগের পরই নির্বাচন নিয়ে আলোচনা

আলোচনা সভায় গয়েশ্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ১২:০১ এএম

বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করার পর যে সরকার আসবে তারাই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিবে। তারা ঠিক করবে কিভাবে নির্বাচন হবে। তিনি বলেন, আন্দোলন হোক আর না হোক শেখ হাসিনাকে যেতেই হবে। আমরা ঘুমিয়ে থাকি বা রাস্তায় না নামি আর যেনতেনভাবে নির্বাচন করার সক্ষমতা শেখ হাসিনার নেই। তার সাথে আলাপের কিছু নেই। প্রতিদিনই তো আলাপ হচ্ছে। উনি পদত্যাগ করলেই তো পারে। তবে তিনি পদত্যাগ করলেই নির্বাচন নিরপেক্ষ হবে সেটারও গ্যারান্টি নেই। সেজন্য পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর যে সরকার হবে তারাই সিদ্ধান্ত নিবে নির্বাচন কিভাবে হবে। আগে সরকারের পদত্যাগ নিশ্চিত করি তারপর নির্বাচনকালীন সরকারের নাম ঠিক করা যাবে। আগে সন্তান ভুমিষ্ঠ হোক। পরে নাম ঠিক করা হবে।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাতীয় ঐক্য ও অবৈধ সরকারের পদত্যাগ আজ সময়ের দাবি” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে চারিদিকে অনেক ধরনের ঘটনা ঘটছে। বাংলাদেশের আকাক্সিক্ষত ঘটনা এখনো ঘটেনি। ২০০৮ সালের নির্বাচনে আমাদের আগ্রহ ছিলোনা। নানাভাবে চাপ দেয়া শুরু হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাবলেন ক্ষমতায় কে আসবে আসুক কিন্তু দেশকে বিরাজনীতিকরণের প্রক্রিয়াটা বন্ধ হবে। তবে সেটি হয়নি। সেসময় আমি প্রথম দুই নেত্রীর মুক্তি চাই। আওয়ামী লীগের নেতারা কিন্তু শেখ হাসিনার মুক্তি চায়নি। সেই আওয়ামী লীগ নিয়েই রাজনীতি করছেন শেখ হাসিনা। আমাদের নেতা তারেক রহমান শেখ মুজিবুর রহমানের মাজারে গেছিলেন। অথচ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থাকবে কি না সেটা নিয়ে টানাটানি।

শ্রীলংকার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, জনগণের মনে যে ক্ষোভ সেটারই প্রতিফলন ঘটেছে। রাজা পাকসের পরিবারের দমন পীড়ন ও লুটের বিরুদ্ধে জেগে উঠেছে সেখানকার মানুষ। তেমনই বাংলাদেশের অবস্থা। এখানেও চলছে লুটপাট আর ক্ষমতার অপব্যবহার। আজকে মাথাপ্রতি গড় আয়ের কথা বলছেন। কিন্তু মাথাপ্রতি ব্যয়ের কথা বলছেন না কেনো? আগামীতে ঋণের সুদের টাকা পরিশোধ করতে গেলে বুঝা যাবে কি হবে? এখন চালের সের ১০০ টাকা হলে ২ বছর পর চালের সের হবে ৩০০ টাকা। গণতন্ত্র তো উন্নয়নের বাধা না। বরং জনগণকে নিয়ে করেন। দেশে দুর্নীতি কিন্তু শতভাগ হচ্ছে। ১ টাকার জিনিস ৫ গুণ বাড়ানো হচ্ছে। পদ্মা সেতুর দুই পাশে জমি অধিগ্রহণ করার নামে কতো টাকা লুট করা হয়েছে খোঁজ নিলেই জানা যাবে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকারের পতন হলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব রাষ্ট্র সংস্কার কিভাবে করা যায়। আগে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামি। রাষ্ট্র সংস্কার নিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়ে রেখেছেন। তিনি বলেন, আজকে খালেদা জিয়ার সাজা আইনসিদ্ধ না। এটা শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তা না হলে হাজী সেলিম কেমনে বিদেশ যায়? এ বিষয়ে দলের আইনজীবীরা রিট পিটিশন দায়ের না করায় উষ্মা প্রকাশ করেন গয়েশ্বর।


সুপ্রিমকোর্ট বার নির্বাচনের ফল লুট করলো আপনারা কলম বিরতি করলেন না একদিনের জন্য? কেনো? আপনারা স্বরাষ্ট্র সচিবকে আদালতে হাজির করেন।

‘নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে’ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আগে নিজেরা সামলান। শ্রীলঙ্কার ওয়াসার এমডিকে দেখেছেন কিভাবে বেঁধে পঁচা পানি খাইয়েছে! এখানে কী হবে সেটা ভাবেন?

গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, আমরা শেখ হাসিনা ওয়াজেদের অধীনে কোনো নির্বাচনে যাবোনা। সুতরাং শেখ হাসিনার উচিত শ্রীলংকার দিকে তাকানো। না হলে হেলিকপ্টারে চড়ার সময়ও পাবেনা। আমরা যখন দেশের আসল স্বাধীনতা ভোগ করবো আমি দোয়া করি ততদিন আপনারা (মুক্তিযোদ্ধা) বেঁচে থাকেন। ইতিহাস বিক্তৃ করে মুক্তিযোদ্ধাদের স্বীকৃত দেয়না। শুধু একজন লোকই দেশ স্বাধীন করেছে বলে প্রচার করেছে! অন্যদের অবদান মুছে ফেলে তাদেরকে বঞ্চিত করা জাতির জন্য লজ্জাজনক। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দানবকে সরাতে হবে। এটা খুব জরুরি। সম্মিলিতভাবে এই দানব সরকারের পদত্যাগ ও পতন ঘটাতে চাই। এটাই এখন মূল লক্ষ্য; নির্বাচন পরে। আজকে অনেক আলেম ওলামাদের জেলে রাখা হয়েছে। আমাদের উচিত মজলুমদের জন্য কিছু করা।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, আমাদের দিন এসে গেছে। এখন কত তাড়াতাড়ি এই জোচ্চোর ফ্যাসিস্ট সরকারকে সরাতে পারি ততই মঙ্গল। তবে ঘরে বসে থাকলে কিন্তু কিছুই হবেনা। অবিলম্বে সরকার পতনের কর্মসূচি দিয়ে রাজপথে নেমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সেখানে মুক্তিযোদ্ধারা আবারো মাঠে থাকবে।

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমদ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির মজিবুর রহমান মঞ্জুসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ