Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শায়লার ‘ডেথ রেফারেন্স’ নথি হাইকোর্টে

৫০০ গ্রাম হেরোইনের মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ১২:০২ এএম

৫শ’ গ্রাম হেরোইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লার (৩৮) ডেথ রেফারেন্স নথি গাইবান্ধার জেলা আদালত থেকে হাইকোর্টে এসেছে।

গতকাল বুধবার এ তথ্য জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, গত ৩১ মার্চ পারভীন বেগম শায়লাকে দেয়া মৃত্যুদণ্ডাদেশের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) গাইবান্ধার আদালত থেকে হাইকোর্টে এসেছে। এখন নিয়মানুযায়ী ডেথ রেফারেন্স শাখা মামলার পরবর্তী প্রত্রিয়া শুরু করবে।

এর আগে, গত ৩১ মার্চ গাইবান্ধায় মাদক মামলায় পারভীন বেগম শায়লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চার আসামিকে খালাস দেয়া হয়। মামলা থেকে খালাস পাওয়া আসামিরা হলেন, বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।

গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী।
এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়না পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভিন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পারভীনকে প্রধান আসামি করে ৫ জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ