Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের পছন্দে শপিং করার অনন্য এক আয়োজনে প্যারাসুট অ্যাডভান্সড-এর উদযাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৬:২২ পিএম

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড একটি বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা একটি ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণের আহ্বান জানান। অংশগ্রহণকারীরা একটি ছোট-গল্প প্রতিযোগিতায় অংশ নিয়ে পাবেন মায়ের সাথে শপিং করার দারুণ এক অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

মায়েরাই আমাদের জীবনের মজবুত ভিত্তি। মায়ের সাথে অতুলনীয় সম্পর্কটি উদযাপন করতে প্যারাসুট অ্যাডভান্সড আয়োজিত বিশেষ ক্যাম্পেইনটিতে অংশগ্রহণে আগ্রহীদের জীবন গড়নে মা কীভাবে ভূমিকা রেখেছেন, কীভাবে জীবনের ভিত তৈরি করে দিয়েছেন সেই গল্পটাই শেয়ার করতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ৩ জন লেখক প্যারাসুট অ্যাডভান্সড-এর সৌজন্যে পাবেন মায়ের সাথে ২০,০০০ টাকা সমমূল্যের শপিং করার সুযোগ। দিনব্যাপী শপিং করার এই সুযোগ শুরু হবে সকাল থেকেই। কেননা সকালেই প্যারাসুট অ্যাডভান্সড-এর গাড়ি পৌঁছে যাবে বিজয়ীর বাড়ি। তারপর বিজয়ী ও তার মাকে নিয়ে ছুটবে নিকটস্থ শপিং মলে। চলবে মায়ের পছন্দে শপিং করা। সেরা ৩ জন ছাড়াও আরও ৩০ জন বিজয়ী পাবেন ৫ হাজার টাকা সমমূল্যের শপিং করার দারুণ সুযোগ।

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা ক্যাম্পেইন প্রসঙ্গে বলেন, “একজন নতুন মা হিসেবে, সন্তানের জীবনের মজবুত ভিত তৈরিতে কাটানো প্রতিটি মূহুর্ত থেকেই আমি প্রতিদিন নতুন কিছু শিখছি। সন্তানের শেকড়-মাতৃত্বের বন্ধনকে চমৎকারভাবে তুলে ধরার এমন চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করায় প্যারাসুট অ্যাডভান্সডকে অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর একটি আয়োজনের অংশ হতে পারাও আমার জন্য সম্মানজনক।”

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর অ্যালেন ইবেনেজার এরিক বলেন, “সন্তানের জীবনের মজবুত ভিত তৈরিতে, তাদের জীবন গড়নে মায়েরা এক অসামান্য ভূমিকা পালন করেন। দেশের মানুষের প্রিয় ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড বিশ্বাস করে মজবুত ভিত্তিতে গড়ে উঠা নারীরাই পৃথিবীটাকে সুন্দর করে তোলেন। মায়েদের ত্যাগ ও অবদানকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ স্মরণীয় করে তুলতে এই মা দিবসে সন্তানদেরকে এক অনন্য সুযোগ করে দিচ্ছে প্যারাসুট অ্যাডভান্সড।”

ক্যাম্পেইনটি চলবে আগামী ২৫ মে, ২০২২ তারিখ পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ