Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজস্ব কর্মকর্তাদের ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি

দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০২ এএম

বাজারে পাওয়া যাচ্ছে না ভোজ্যতেল। দাম বাড়ানোর পরও অনেক দোকানের তাক তেল শূন্য। যদিও বলা হয়েছিল, দাম যাই হোক সরবরাহ সঙ্কট হবে না। কিন্তু মিল মালিক এবং পাইকারদের পাল্টাপাল্টি দোষারোপের বলি হচ্ছেন সাধারণ ক্রেতা। আর এই ভোজ্যতেল সঙ্কটের মধ্যেই খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সাফাই গাইলেন বাংলাদেশ দোকান সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, দাম বেড়ে যাওয়ার ইঙ্গিতে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কারসাজি করছে।
গতকাল ভ্যাট আদায়ের নামে রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধসহ ৪ দফা দাবি জানিয়ে দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনেক ব্যবসায়ীর কাছেই তেল থাকার পরও কেন বিক্রি বন্ধ করে দেয়া হলো? বাংলাদেশ দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনে উঠে আসে এই প্রশ্ন। এর জবাবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি দায় চাপালেন সরকারের মূল্য নির্ধারণ করে দেয়ার বিষয়টিতে। এসময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং ভ্যাট আদায়ের নামে রাজস্ব কর্মকর্তারা তাদের হয়রানি করছে। এ অবস্থা থেকে রেহাই পেতে ব্যবসায়ীদের পক্ষ থেকে ৪ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলÑ খুচরা ও পাইকারি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ ভ্যাটের স্থলে ২ শতাংশ ভ্যাট উৎসে আদায়, সামারি ট্রায়ালের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক্ষেত্রে আইন সংশোধন, ইতিমধ্যে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্ন সাবমিট না করার কারণে দায়েরকৃত মামলা ও জরিমানা প্রত্যাহার এবং এস এম ই ফাউন্ডেশনকে ভেঙে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ফাউন্ডেশন করা। এছাড়া ব্যবসায়ীদের দাবি সম্বলিত ব্যানারগুলো ৭ জুন পর্যন্ত সারা দেশের ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শন করা হবে। এছাড়া আসন্ন বাজেটে কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ