Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুল দিয়ে নেতাদের নয়, জনগণকে খুশি করতে হবে : ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৮ এএম, ১৮ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ফুল দিয়ে নেতাদের খুশি করলে চলবে না, জনগণকে খুশি করতে হবে। কারণ জনগনই আওয়ামী লীগের চালিকা শক্তি। তিনি বলেন, দলে মৌসুমী পাখি ও বসন্তের কোকিল দলে উঁকি দিচ্ছে। আপনারা সাবধান হয়ে যান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে জেলা আওয়ামীলীগ আয়োজিত পথসভায় এসব কথা বলেন। ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগনের কাছে যান, ভালো ব্যবহার করুন। নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হবে। আওয়ামীলীগ করতে হলে কাজ করতে হবে, দলর নিয়ম কানুন মানতে হবে, নতুবা দলীয় মনোনয়ন পাবেন না। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি হুসিয়ার উচ্চারণ করে বলেন, কোন উল্টাপাল্টা করলে খবর আছে। দৃষ্টিকটু কাজ করে কেও পার পাবেন না। কুষ্টিয়া যাওয়ার পথে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ, দীপু মনি , বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। পথ সভার সময় জেলার ৬ উপজেলা ছাড়াও আশপাশ জেলার হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেতু মন্ত্রীর আগমন উপলক্ষ্যে ঝিনাইদহের বিভিন্ন সড়কে সুদৃশ্য তোরণ নির্মান করা হয়। সড়ক ও সড়কদ্বীপ সাজানো হয় ফেষ্টুন ব্যানার ও প্লাকার্ড দিয়ে। ঝিনাইদহ পৌরসভা চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের ডিভাইডারগুলো নতুন রং করে দৃষ্টি নন্দন করে তোলে। এদিকে ঝিনাইদহ সড়ক বিভাগ দীর্ঘদিনের ভাঙ্গাচোরা রাস্তা রাতারাতি নির্মান করে। গভীর রাতে রাস্তা সংস্কার করতে গিয়ে তাদের এক কর্মী ট্রাক চাপায় নিহত হন। এতো দিন রাস্তাগুলো অবহোয় ফেলা রাখা হলেও সড়ক মন্ত্রীর আগমনে চলাচলের যোগ্য করে তোলা হয়। এ নিয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধরণ মানুষের মনে প্রশ্ন জেগেছে মন্ত্রী না আসলে কি সড়কগুলো মেরামত করা হতো না ?

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ