Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন : ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৭ এএম, ১৮ নভেম্বর, ২০১৬

যশোর ব্যুরো : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন। নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
তিনি বলেন, যারা বিভদে করবে ও শৃঙ্খলা মানবে না, তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই।
তিনি আজ সকালে যশোর সার্কিট হাউসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে একথা বলেন।
ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই একথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন প্রয়োজন জনগণকে খুশি করা। জনগণকে খুশি করুন।
তিনি বলেন, জনগণের ভালবাসা অর্জন করতে হবে। নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালবাসার ফুল কোন দিন শুকিয়ে যাবে না বলে তিনি উল্লেখ করেন।
এর আগে সকাল সকাল ৮ টা ১৫ মিনিটে যশোর বিমান বন্দরে পৌঁছলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান।
পরে যশোর সার্কিট হাউসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এরপর তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। তিনি দুপুর ১২টায় কুষ্টিয়া বাইপাস সড়ক পরিদর্শন ও বিকেল ৩টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের বক চত্বরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন।



 

Show all comments
  • ১৮ নভেম্বর, ২০১৬, ৬:২৬ এএম says : 0
    Sob valo
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ