Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

হাজী সেলিমের জন্য কোন আইন জানতে চান মান্না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০০ এএম

নাগরিক ঐক্যের আহবায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি বলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়না। আর ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম নির্বিঘ্নে বিদেশে যান, আবার ফিরে আসেন। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবার তার পক্ষে বলেছেন, তিনি নাকি আইন মেনে বিদেশে গিয়েছিলেন। আমি জানতে চাই, কী সেই আইন? গণমাধ্যমে গতকাল পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, এখন সময় সব বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের। এই সরকারকে ক্ষমতায় রেখে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই গণআন্দোলনের মাধ্যমে সরকারকে অপসারণ করে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই সরকার বর্তমান ক্ষমতাসীনদের ১৩ বছরের জঞ্জাল দূর করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ