পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর ভাষানটেক বস্তিবাসীর টেকসই জীবনমান উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি ফ্রান্স ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড লাইফের সাথে একটি সমঝোতা চুক্তি করেছে দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। চুক্তি অনুযায়ী রাজধানীর ভাষানটেক বস্তিবাসীর জন্য টেকসই ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার অ্যান্ড লাইফের প্রকল্পে বিনামূল্যে সিমেন্ট প্রদান করবে লাফার্জহোলসিম বাংলাদেশ। ওয়াটার অ্যান্ড লাইফ সুবিধা বঞ্চিত মানুষের জন্য পানি, বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করে।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহি রাজেশ সুরানা এবং ওয়াটার অ্যান্ড লাইফ এর কান্ট্রি ডিরেক্টর অ্যালেক্সিয়া মিশেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
লাফার্জহোলসিম বাংলাদেশ এর করপোরেট অফিসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোম্পানিটির চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও মানবসম্পদ পরিচালক আসিফ ভূইয়া এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইকবাল চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।