Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার এখন পতনের শেষ সীমানায়: আমিনুল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ৭:৫৬ পিএম

সরকার এখন তাদের পতনের শেষ সীমানায় অবস্থান করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, এই সরকার অধঃপতনের সর্বনি¤েœ অবস্থান করছে। বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর চালানো হচ্ছে জুলুম-নির্যাতন। আওয়ামী লীগ এখন কর্তৃত্ববাদী শাসকের রুপ পরিগ্রহ করে মানবতাবিবর্জিত কা-জ্ঞানহীন শক্তিতে পরিণত হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর কাফরুল থানাধীন ১৪, ০৪, ১৬ ও ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং। সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও টিম প্রধান আনোয়ারুজ্জামান আনোয়ার।

উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক আতাউর রহমান (চেয়ারম্যান), মোয়াজ্জেম হোসেন মতি, সদস্য গোলাম কিবরিয়া মাখন, আহসান উল্লাহ চৌধুরী হাসান, সদস্য ও দপ্তর (গণমাধ্যম) এ বি এম এ রাজ্জাক, সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও ড্যাব কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সাকিল প্রমূখ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-কাফরুল থানা বিএনপি’র সাবেক সভাপতি আক্তার হোসেন জিল্লু, কাফরুল থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ একরাম হোসেন বাবুল সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্েয আমিনুল হক বলেন, ইফতার মাহফিল কিংবা বিএনপি’র যেকোন শান্তিপূর্ণ কর্মসূচিতে লোক সমাগম দেখলেই জনসমর্থনহীন আওয়ামী লীগ সরকার বেসামাল হয়ে উঠছে। বিএনপি ভীতিতে এই গণবিচ্ছিন্ন সরকার এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছে যে, নেতাকর্মীদের দমনের জন্য রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছ ব্যবহার করছে। তবে সরকার এখন তাদের পতনের শেষ সীমানায় অবস্থান করছে। সরকারকে মনে রাখতে হবে-গণবিচ্ছিন্ন ও বেআইনী ক্ষমতার প্রবল প্রতাপ জনগণ বেশী দিন সহ্য করে না। ইতিহাসের সত্যকে অস্বীকার করলে ধ্বংস অনিবার্য।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ