Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলহামদুলিল্লাহ আমগুলো খুবই সুস্বাদু মিষ্টি

গাছের ডাল ফেটে বের হয় মুকুল

মো. জসিম উদ্দিন, মনোহরদী (নরসিংদী) থেকে | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গান লিখেছেন ‘এই সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানী’। কবির ইসলামী গানে সত্যি আমাদের মনপ্রাণ জুড়ায়। পৃথিবীর যত সৃষ্টি সবই সর্বশক্তিমান আল্লাহর। ঋতুরাজ বসন্তে বাংলার প্রায় প্রতিটি আম গাছ এবছর মুকুলে ছেয়ে গিয়েছিল।
ঠিক সেই সময় নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দীতে ফাতেমা তুজ জাহারা মহিলা মাদরাসার পাশে এক সময়ের কুয়েত প্রবাসী কামরুল হক খোকনের বাসার একটি আম গাছে ঘটেছে অভিনব ঘটনা। গাছের একাংশে পাতাবিহীন কয়েকটি ডাল ফেটে প্রচুর আমের মকুল বের হয়েছে। এমন দৃশ্য দেখতে লোকজন প্রথম থেকেই ভিড় জমাতেন।

প্রচুর মুকুল আম গাছের ডাল ফেটে বের হয়েছিল তেমনিভাবে সেই মুকুল থেকে আমের গুটিও আসে। দেখতে দেখতে আমের গুটিগুলো বড় হয়ে থোকা থোকা লিচুর মতো গাছে আমগুলো ঝুলছে। দেখতে অনেক সুন্দর অপরূপ ও নেয়ামত।
টানা প্রচÐ গরমে ইতোমধ্যে বেশকিছু আম ঝরে গেছে। তারপরও মোটামোটি অনেকগুলো আম দেখা যাচ্ছে। এমন সুন্দর ভাবে গাছের ডাল ফেটে বের হওয়া মুকুল থেকে ঝুলে থাকা আম দেখে পথচারী ও প্রতিবেশী লোকজন বিস্ময় প্রকাশ করছেন। তাদের কথা, গাছের ডাল ফেটে আম ঝুলে থাকা মহান আল্লাহর সৃষ্টি। এই দৃশ্য দেখার পর সবার মুখে মুখে উচ্চারিত হয় ‘সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুআকবার’।

গাছটিতে প্রতিবছরই এভাবে প্রচুর আম আসে আল্লাহর রহমতে। গাছের মালিক কামরুল হক খোকন গাছের অনেক যত্ন করেন। গাছের ডালপালা কখনোই কাটেন না। চলতি বছর বিদ্যুতের লোকজন নিরাপত্তার জন্য গাছে মুকুল আসার কিছুদিন আগে বেশ কয়েকটি ডাল কেটে ফেলে। এতে কামরুল হক খোকনের মনে অনেক কষ্ট হয়। অবশেষে ডাল কাটা অংশে পাতাবিহীন ডাল ফেটে এভাবে মকুল বের হয়ে আম আসে। আম দেখে খোকনের মনে আর কষ্ট নেই।

বর্তমানে গাছে থোকা থোকা লিচুর মতো আম ঝুলছে। গাছটিতে প্রথম ফলন পাকা আম কামরুল হক খোকন প্রতিবেশীদের দিয়েছিলেন। এমনকি পথচারীদেরও তিনি আম দেন। প্রতিবেশিরা বলেন, আমগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু মিষ্টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ