পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর পল্টন ও ভাটারায় এলাকায় অভিযান চালিয়ে গাড়ির পার্টস চোর চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ। গত মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. এনামুল মোল্লা, মো. এনামুল হক ওরফে এনাম, মো. বকুল চৌধুরী, শরিফ আহম্মেদ ওরফে কালু, বিল্লাল হোসেন, মো. ইকবাল হোসেন ওরফে পলাশ ও মো. ইকবাল খান। তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের প্রাইভেটকার, মাইক্রোবাস ও জিপ গাড়ির সাইড লুকিং মিরর-১২৪ পিস, সাইড মিররের কভার-১৯ পিস, লুকিং গ্লাসের কর্নার বিট-১০৭ পিস, হ্যারিয়ার জিপ গাড়ির গ্রিল লোগো ২ পিস, কমপ্লিট মিরর-১২ পিস, এক্সিও প্রাইভেটকারের দরজার বিট-৩০ পিস, কমপ্লিট সাইড মিরর ১৮ পিস, বাম্পার ক্যাপ-৬ জোড়া, পেছনের ডালার বিট-২৬ পিস চোরাই যন্ত্রাংশ জব্দ করা হয়।
ডিবি জানিয়েছে, অগ্রিম অর্ডার নিয়ে দামি গাড়ির পার্টস চুরি করত চক্রটি। ডিমান্ড আছে, অথচ মার্কেটে নেই, এমন লক্ষ্য নিয়ে গাড়ির পার্টস চুরি করেন চক্রের সদস্যরা। দিনে লোকজন কম, আর রাতে অন্ধকার এমন সব জায়গা থেকে সু-কৌশলে দুই থেকে তিন মিনিটে গাড়ির দামি পার্টস খুলে সরিয়ে নেয় চক্রটি। এদের সঙ্গে গাড়ির পার্টসের দোকানের সঙ্গে যোগসাজশ রয়েছে।
গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, চক্রের মূলহোতা মো. এনামুল মোল্লা নিজে চুরি করেন না। তার অধীনে বেশ কয়েকজন চুরির সঙ্গে জড়িত। চুরির পর যন্ত্রাংশ রাজধানীর পল্টন স্কাউট মার্কেট, মহাখালী জেবা টাওয়ার, বারিধারা জে-বকুসহ একাধিক মার্কেটে চলে যায়। চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।