পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঈদের ছুটিতে দেশের সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন খোলা থাকবে। ফলে ঈদুল ফিতরের বন্ধে চালবে আমদানি-রফতানি কার্যক্রম। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে।
গত মঙ্গলবার রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টম নীতি) মো. পারভেজ চৌধুরি সই করা চিঠিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ছুটির দিনে আমদানি-রফতানি কার্যক্রম সীমিতভাবে চলমান রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত ১২ এপ্রিল পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ ঈদের ছুটিতে কাস্টম হাউজ ও শুল্কস্টেশন খোলার অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে মূলত সিংহভাগ আমদানি-রফতানি হয়। এরপর বেনাপোল কাস্টম হাউজ দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টম হাউজের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম খোলা থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।