Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশে টাকা পাচারকারীদের সহায়তা করছে সরকার : জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, একদিকে সাধারণ মানুষের সীমাহীন অর্থনৈতিক কষ্ট, অন্যদিকে একদল মানুষ টাকা রাখার জায়গা পাচ্ছে না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সরকার বিদেশে টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ করছে না। মনে হচ্ছে, সরকার পাচারকারীদের সহায়তা করছে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করেছে। অথচ এ বৈষম্যের বিরুদ্ধে আমারা সংগ্রাম করেছি। গতকাল রোববার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে জাপার কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
২৭ রোজার আগেই গণমাধ্যমসহ তৈরি পোশাক ও বেসরকারি খাতে কর্মরতদের বেতন-বোনাস এবং বকেয়া পাওনার শতভাগ পরিশোধ করার দাবি জানিয়ে জি এম কাদের বলেন, অনেকগুলো গণমাধ্যমে সাংবাদিকদের বেশ কয়েক মাসের বেতন বকেয়া আছে। সেখানে কর্মরত সাংবাদিক ও স্টাফরা পরিবার-পরিজন নিয়ে সীমাহীন দুঃখ-কষ্টে আছেন। পোশাক খাতের লাখ লাখ শ্রমিক ঈদে নাড়ির টানে বাড়ি ফেরেন। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শিকড়ের টানে ছুটে যান তারা। পোশাক খাতসহ বেসরকারি সব খাতে কর্মরতদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা জরুরি।
বেতন বকেয়া থাকায় বেসরকারি খাতের অনেক কর্মী বাসা ভাড়া দিতে পারছেন না উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, এমনকি টাকার সংকটে তাদের পরিবারের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের বন্দোবস্তও হচ্ছে না। অনেকে সন্তানদের স্কুল-কলেজের বেতন বা কোচিং ফি দিতে হিমশিম খাচ্ছেন।
বর্তমান এ বাস্তবতায় আসছে ঈদুল ফিতরে সহায়তার হাত বাড়িয়ে ঈদের আনন্দ উপভোগ্য করতে বিত্তবানদের প্রতিও আহ্বান জানান জিএম কাদের।
এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ