Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভিসি হলেন ড. এইচএম জহিরুল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এইচএম জহিরুল হক। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দেন। নবনিযুক্ত ভিসি হিসেবে যোগদানের পূর্বে ২০২১ সালের জুন থেকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
প্রফেসর জহির ইতিপূর্বে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভাইস চ্যান্সেলর এবং ২০১২-২০১৭ পর্যন্ত প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। ড. জহির বাংলাদেশের একজন দক্ষ, দূরদৃষ্টিসম্পন্ন ও অত্যন্ত অভিজ্ঞ শিক্ষাবিদ। যিনি তার প্রজ্ঞা, উদ্ভাবনী ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার প্রচার, প্রসার ও মান উন্নয়নের জন্য নিরলসভাবে অবদান রেখে যাচ্ছেন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে প্রকাশিত বিবিধ বিষয়ের উপর তার অনেক প্রকাশনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ