Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খারকে শাহরিয়ার আলমের অভিনন্দন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ৪:৫৩ পিএম

পাকিস্তানের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া হিনা রব্বানি খারকে অভিনন্দনপত্র দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীকে অভিনন্দনপত্রটি হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শনিবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রেস রিলিজ ইস্যু করা না হলেও হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী শনিবার তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে একটি ছবি শেয়ার করেন।

টুইটে হাইকমিশনার লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতে দু’দেশের আগ্রহের বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারকে দেওয়া অভিনন্দনপত্র হস্তান্তর করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সম্প্রতি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া শেহবাজ শরিফের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। হিনা রব্বানি ২০১১ থেকে ২০১৩ সাল মেয়াদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ