Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর ঐক্লান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

ইফতার ও দোয়া মাহফিলে বজলুল হক হারুন এমপি

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজাপুর উপজেলার কানুদাশকাঠি এমপির বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন ও তার তিন সন্তান। ইফতার ও দোয়া মাহফিলে বজলুল হক হারুন বলেন, ইসলাম শান্তির ধর্ম। রমজান মানুষকে পরিশুদ্ধ করার মাস। এ মাসের ফজিলত অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি। তাই রমজান মাসে ধর্মপ্রিয় মুসলমানদের সব ধরনের সংযম করতে হয়।
তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐক্লান্তিক প্রচেষ্টায়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ