পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দামি প্রাইভেটকারে বসে রাজধানী ঢাকার যানজটের চিত্র দেখলে মানুষের দু:খ বোঝা যাবে না বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ- বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, ঢাকার রাস্তায় যানজটের প্রধান কারণ ব্যাটারিচালিত অটোরিকশা নয় বরং ব্যক্তিগত গাড়ির আধিক্য। অথচ সরকার প্রাইভেটকারে বসে রাজধানী ঢাকার যানজটের চিত্র দেখছেন। গতকাল শুক্রবার পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের প্রগতি সম্মেলন কক্ষে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের জীবন-জীবিকার সংকট এবং নিরসনের উপায় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রাজধানীতে ৫ শতাংশ যাত্রী ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন এবং তারা রাস্তার ৭০ শতাংশ জায়গা দখল করে রাখেন। তারা মনে করেন, যানজটের প্রধান কারণ রিকশা-অটোরিকশা। আমাদের সরকারও ব্যক্তিগত গাড়িতে বসে রাস্তার সমস্যা দেখে। তাই তারাও এমনটাই মনে করছে। তিনি বলেন, দেশে অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তারা অভিযোগ করে, ব্যাটারিচালিত বাহনগুলো দুর্ঘটনা ঘটায়। কিন্তু এই বাহনগুলো উন্নত করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভ‚মিকা কী? ব্যাটারিচালিত অটোরিকশার উন্নয়ন এবং বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন স্থাপনের দাবি জানান তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শ্রমিক নেতারা বক্তৃতা করেন। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।