Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্মুক্ত ইফতারের সাক্ষী হলো রয়্যাল আলবার্ট হল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

শত শত লোক একটি ইফতার উদযাপনের জন্য রয়্যাল অ্যালবার্ট হলের সিঁড়িতে জড়ো হয়ে ইতিহাস তৈরি করেছে। অনেকে এখানে পবিত্র রমজান মাসের রোজা ভেঙেছে। দাতব্য রমজান তাঁবু প্রকল্প (আরটিপি) আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫০০ মুসলিম ও অমুসলিম একত্রিত হয়। ওপেন ইফতার হল যুক্তরাজ্য-ব্যাপী একটি প্রকল্প যেখানে সকল ধর্মের মানুষ শুধু বিনামূল্যে দৈনিক ইফতারের জন্য একত্রিত হয় না বরং একে অপরের সাথে সংযোগ স্থাপন এবং ইসলামিক বিশ্বাস সম্পর্কে আরো জ্ঞান অর্জন করে। শতাধিক লোক সেই আইকনিক ভেন্যুতে পৌঁছেছিল যেখানে আরটিপি আয়োজিত অনেক ইভেন্টের একটিতে খেজুর, পানি এবং বিরিয়ানি (একটি দক্ষিণ এশীয় চালের খাবার) পরিবেশন করা হয়েছিল।
দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর সালহা বলেন, প্রায় দশ বছর আগে এ উদ্যোগ শুরু করার পর থেকে ওপেন ইফতার ৩ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষকে সংযুক্ত করেছে এবং ১ লাখ ৫০ হাজারেরও বেশি খাবার পরিবেশন করেছে। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ