Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যু নেই, শনাক্ত বেড়ে ৪৫

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:১৮ এএম

গত ২৪ ঘণ্টায় বেড়েছে নতুন শনাক্ত রোগী, বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও। তবে এসময় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৫ জন, এর একদিন আগে ২৮ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গতকাল একজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় ছিল শূন্য দশমিক ৫৫ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৪৫ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জন আর গতকাল পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬৯ জন, তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন। করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ৮৭৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৯২৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪২৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৩৩ হাজার ৪৮৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ১৩ হাজার ৯৪২টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ