Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিচার বিভাগে সৎ দক্ষ কর্মকর্তাদের দেয়া হবে ‘প্রধান বিচারপতি পদক’

গঠিত হলো ছয় সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:২২ এএম

আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে সভাপতি করে ৬ সদস্যের ‘জাজেস কমিটি’ গঠন করা হয়েছে। এ কমিটি সুপ্রিম কোর্টের ‘প্রধান বিচারপতি পদক’ প্রদানের নীতিমালা প্রণয়ন এবং বাছাই কার্যক্রম পরিচালনা করবেন।
গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি মো: আকরাম হোসেন চোধুরী, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো: আখতারুজ্জামান। চলতি বছর থেকে ‘প্রধান বিচারপতি পদক’ প্রদান করা হবে। বিচার বিভাগের বিভিন্ন স্তরে সৎ, দক্ষ ও সেরা কর্মকর্তাদের এই পদক দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ