Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুয়েটে ভর্তির যোগ্যতা পদার্থ-রসায়নে ৯৩ শতাংশ নম্বর প্রাপ্তির শর্ত চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে অন্তত ৯৩ শতাংশ নম্বর প্রাপ্তি শর্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

গতকাল সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এ রিট করেন। রিটে ভর্তি পরীক্ষায় এ বছর মাত্র ২০ হাজার আবেদনকারীকে সুযোগ দেয়ার বিষয়টিও চ্যালেঞ্জ করা হয়েছে। এ বিষয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন সংযুক্ত করে রিটে বলা হয়, প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী একজন শিক্ষার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা ও রসায়নে মোট ৪০০ নম্বরের মধ্যে ৩৭২ নম্বর পেতে হবে বুয়েটে ভর্তির জন্য।

এর অর্থ, এই ২ বিষয়ে ৯৩ শতাংশ নম্বর পেতে হবে। এটি অযৌক্তিক। একই সঙ্গে গ্রেড পয়েন্টের এভারেজের (জিপিএ) সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে অপ্রীতিকর এই বিজ্ঞাপন অবৈধ ঘোষণা করা উচিত। রিটে আরো বলা হয়, বুয়েটে সাধারণত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে এই শর্তে যে শিক্ষার্থীদের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে জিপিএ-৫ পেতে হবে। কিন্তু পদার্থবিদ্যা ও রসায়নে ৯৩ শতাংশ নম্বর পেতে হবেÑ এমন শর্ত কখনো অন্তর্ভুক্ত করা হয়নি। ৯৩ শতাংশ নম্বর পাওয়ার শর্ত সংবিধানের ২৮(৩) ও ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। ২৮(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না।

৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আইনের আশ্রয়লাভ এবং আইনানুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহারলাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষত আইনানুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, যাহাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। ইউনুস আলী বলেন, মাত্র ২০ হাজার পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার অনুমতি দিলে অন্যরাও ভর্তি হতে বঞ্চিত হবে, যা অসাংবিধানিকও বটে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানান অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

 

 



 

Show all comments
  • ELMAY A JILANI ২০ এপ্রিল, ২০২২, ১:০১ পিএম says : 0
    In our country, those who are passed ssc,Hsc, degree in 3rd division are not entitle to appear nagotia jobs admission in school college university even a good national player also not get any good jobs admission . Human rights to enterance any where if he passed any examination . Some jobs require GPA 5 , GPA 2 not entile to participate. So that SSC PASS NUMBER SHOULD BE GPA 5 OR ALL PAS ARE ENTILE TO PARTICIPATE FOR INTERVIEW, iF PASSED INTERVIEW HE WILL SELECT, sOME STUDENTS FAILED BUT REVIEW THEIR RESULTS THAN GET GPA 5 SO HUMAN RIGHTS TO ENTER ALL TO PARTICIPATE ,NO GPA SYSTEM HERE, GAPS OF GPA SYSTEM IS VERY TROUBLE TO THE ENTERANCE EXAMINATION. mANY THIRD DIVISION STUDENTS ARE VERY INTELLIGENT,HARD WORKER AND EVEN GOOD COMMUNICATION SKILLS BUT NOT GET THIS CHANCE. hUMAN RIGHTS TO ENETER ANYWHER AS A GOOD CITIZEN
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ