Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই হাজার কোটি টাকা পাচার মামলা জামিন চাইলেন ফরিদপুরের ফাইন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

দুই হাজার কোটি টাকা পাচার মামলায় গ্রেফতার ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাইন হাইকোর্টে জামিন চেয়েছেন। গতকাল মঙ্গলবার তারপক্ষে জামিন আবেদন করা হয়। এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানি হবে বলে জানান সরকারপক্ষীয় এই আইনজীবী। এর আগে ফরিদপুরের বহুল আলোচিত শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হোসেন রুবেলসহ আসামিদের বিরুদ্ধে ২০২০ সালের ২৬ জুন ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। এ মামলায় ২০২১ সালের ২৫ আগস্ট পাটুরিয়া ফেরিঘাট থেকে ফাইনকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। জামিন চাইলে গত ২০ ফেব্রæয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ তার আবেদন নামঞ্জুর করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে জামিন প্রার্থনা করেন ফাইন।

 

 



 

Show all comments
  • jack ali ২০ এপ্রিল, ২০২২, ১২:০০ পিএম says : 0
    স্বাধীনতার পর থেকেই আমাদের দেশ দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হল এবং তারাই দেশ শাসন করে এবং আমাদেরকে তারা জঘন্যতম হবে শোষণ করে লক্ষ্য হাজার কোটি টাকা লুটপাট করে ক্ষমতায় থাকার জন্য আমাদেরকে খুন করে গুম করে যত ধরনের হারাম কাজ আছে এই সরকার এসব করে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ