পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুই হাজার কোটি টাকা পাচার মামলায় গ্রেফতার ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাইন হাইকোর্টে জামিন চেয়েছেন। গতকাল মঙ্গলবার তারপক্ষে জামিন আবেদন করা হয়। এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানি হবে বলে জানান সরকারপক্ষীয় এই আইনজীবী। এর আগে ফরিদপুরের বহুল আলোচিত শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হোসেন রুবেলসহ আসামিদের বিরুদ্ধে ২০২০ সালের ২৬ জুন ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। এ মামলায় ২০২১ সালের ২৫ আগস্ট পাটুরিয়া ফেরিঘাট থেকে ফাইনকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। জামিন চাইলে গত ২০ ফেব্রæয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ তার আবেদন নামঞ্জুর করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে জামিন প্রার্থনা করেন ফাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।