পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইভ্যালির কারাবন্দি সাবেক চেয়ারম্যান কারামুক্ত শামীমা নাসরিনকে মামলায় পক্ষভুক্ত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তার শ্বশুরকে কোম্পানির পক্ষ থেকে ২ লাখ টাকার শেয়ার হস্তান্তরের বিষয়ে করা আবেদনের ওপর আদালত কোনো আদেশ দেননি।
আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ইভ্যালির শেয়ার রাসেলের শ্বশুরকে হস্তান্তরে স্ত্রীর করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়। গ্রাহকের করা রিটের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। রাসেলের শ্বশুর-শাশুড়ি ও ভায়রার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শামীম আহমেদ মেহেদী। এর আগে জামিন আদেশের প্রেক্ষিতে গত ৬ এপ্রিল শামীমা নাসরিন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
গত ৯ ফেব্রæয়ারি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (ইভ্যালির সাবেক চেয়ারম্যান) শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেন রাসেলের শ্বশুর, শাশুড়ি এবং কোম্পানিটির সাবেক এক নির্বাহী পরিচালক। শুনানি শেষে আদালত গত ১৫ ফেব্রæয়ারির মধ্যে আবেদন দাখিলের নির্দেশ দেন। পরে ইভ্যালিতে থাকা ১৭ ফেব্রæয়ারি শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও ভায়রাকে দেয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন হাইকোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।