Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষক লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হয়েছে কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনটির সুবর্ণজয়ন্তী পালন করা হয়। কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, জাতীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণ নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি জাতীয় পতাকা ও বাংলাদেশ কৃষক লীগের দলীয় পতাকা উত্তোলন করেন এবং শান্তির প্রতীক পায়রা ও গ্যাস বেলুন উড়িয়ে সাত দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।এসময় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানু, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, আকবর আলী চৌধুরী, হোসনে আরা এমপি, মিয়া আব্দুল ওয়াদুদ, মোঃ আব্দুল লতিফ তারিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অ্যাড. শামীমা আক্তার খানম এমপি, আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

 



 

Show all comments
  • jack ali ২০ এপ্রিল, ২০২২, ১২:০০ পিএম says : 0
    আর কত আমাদের টাকা খরচ করবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ