Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দরপতন ঠেকাল ব্যাংক-বিমা খাত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

 টানা দু’দিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় কর্মদিবসেঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। গতকাল মঙ্গলবার ব্যাংক-বিমামহ সব খাতের শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০১ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ। এর ফলে রোববার ও সোমবার টানা দুদিন দরপতনের পর গতকাল পুঁজিবাজারে উত্থান হলো।
ব্যাংক খাতের ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮টি কোম্পানির শেয়ারের, কমেছে সাতটির আর অপরিবর্তিত রয়েছে আট কোম্পানির শেয়ারের দাম। বিমা খাতের ৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার, অপরিবর্তি রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দাম। এ দুই খাতের উত্থানের পর বস্ত্র, প্রকৌশল খাতের শেয়ারের লেনদেন হয়েছে ইতিবাচক প্রবণতায়। তাতেই মঙ্গলবার পুঁজিবাজারে উত্থান হয়েছে। এ উত্থানের বিনিয়োগকারীদের মধ্যে একটি স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসইর তথ্য মতে, সকাল ১০টায় শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে দিনের লেনদেন শুরু হয়। আর তাতে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় সূচক কমে ৫৯ পয়েন্ট। এরপর সরকারি প্রতিষ্ঠান আইসিবিসহ কয়েকটি প্রাতিষ্ঠান শেয়ার কিনতে শুরু করে। শুরু হয় সূচক বৃদ্ধির প্রবণতা। যা দিনের লেনদনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিনের শেষে ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের ১৩ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৮৭৩টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৯৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩২টির, আর অপরিবর্তিত রয়েছে ৫১টির। অধিকাংশ কোম্পানির শেয়ারে দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১৪ দশমিক ৭২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ২৬ দশমিক ৪৩ পয়েন্ট। ডিএসইতে ৫৯৯ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি ৯৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর লেনদেন হয় সোনালী পেপারস, ফরচুন সুজ, জেএমআই হসপিটাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ডরিন পাওয়ার, লাফার্জহোলসিম, আইপিডিসি, স্কয়ার ফার্মাসিটিউক্যালস এবং গ্রামীণফোন লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৭টির, আর অপরিবর্তিত রয়েছে ২৪টির। এ বাজারে ৪৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ১৭৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ২৮৭ টাকার শেয়ার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ