পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চলতি অর্থবছরের (২০২১-২২) নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্ধেক অর্থও খরচ করতে পারেনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। এই সময়ে এডিপি বাস্তবায়নের হার ৪৫ দশমিক ৫৬ শতাংশ, যা টাকার অঙ্কে ৯৮ হাজার ৯৩৪ কোটি ৯২ লাখ। ফলে চলতি অর্থবছরের বাকি তিন মাসে এক লাখ আট হাজার ৬১৬ কোটি খরচ করতে হবে। কারণ ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মস‚চিতে (এডিপি) দুই লাখ সাত হাজার ৫৫০ কোটি টাকার অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
গতকাল শেরেবাংলা নগরে একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, করোনা সঙ্কটের মধ্যেও আমাদের এডিপি বাস্তবায়ন গতি ভালো। গতবছর এডিপি বাস্তবায়ন হার ছিল ৪১ দশমিক ৯২ শতাংশ যা টাকার অঙ্কে ছিল ৮৭ হাজার ৭৩৫ কোটি। করোনা সঙ্কটের মধ্যেও বাস্তবায়ন হার ভালো। গত বছরের তুলনায় বেশি বাস্তবায়ন করেছি। কোভিডের মধ্যেও সরকারের ভালো ব্যবস্থাপনা ছিল। মেহনতি জনগণের পরিশ্রমের ফলে বাস্তবায়ন হার বেশি হয়েছে।
১০টি সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প : এডিপিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বরাদ্দ ছিল ১৮ হাজার ৪২৬ কোটি টাকা। এখান থেকে চ‚ড়ান্ত এডিপিতে বরাদ্দ কমে দাঁড়াচ্ছে ১৪ হাজার ৮৩৬ কোটি টাকা। ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন হাজার ৫৯০ কোটি টাকা কমছে। মেট্রোরেল প্রকল্পে এডিপিতে মোট বরাদ্দ ছিল চার হাজার ৮০০ কোটি টাকা। চ‚ড়ান্ত বা আরএডিপিতে বরাদ্দ কমে দাঁড়াচ্ছে চার হাজার ২৩৩ কোটি টাকা। ফলে ৫৬৭ কোটি টাকা কমছে। তবে বরাদ্দ ঠিক থাকছে মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টে। এ প্রকল্পে সংশোধিত এডিপিতে বরাদ্দ দেওয়া হচ্ছে ছয় হাজার ১৬২ কোটি টাকা। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মস‚চিতে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে ছয় হাজার ১৩৮ কোটি টাকা। এডিপিতে পদ্মাসেতু রেল সংযোগ (প্রথম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ ছিল তিন হাজার ৮২৩ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে ছয় হাজার ১৩৬ কোটি টাকা। পদ্মাসেতুতে রেল সংযোগের কাজ এগিয়ে নিতে প্রায় দ্বিগুণ ব্যয় বাড়ছে। প্রায় হাজার কোটি টাকা বাড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স¤প্রসারণ প্রকল্পে। এ প্রকল্পে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে তিন হাজার ৪৭২ কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।