Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিমান করে ঢাকায় আসা কিশোরীকে উদ্ধার করল পুলিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

বাবা-মার সঙ্গে অভিমান করে গাজীপুরের কালিয়াকৈর ঢাকায় আসে ১৩ বছর বয়সী এক কিশোরী। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে পথ হারা ওই কিশোরীর ভয়ও বাড়তে থাকে। পরে তাকে উদ্ধার করেন ডিএমপির এক ট্রাফিক পুলিশ সদস্য। ঘটনাটি গত রোববারের। ওই কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ে। বাবা মায়ের ওপর অভিমান করে রোববার সকালে আসে ঢাকা শহরে। ঢাকা শহরে এটাই তার প্রথম সফর। এদিক-ওদিক ঘুরে বিকেলের দিকে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সড়কের মাঝে ভীত একটি মেয়েকে দেখে এগিয়ে যান ডিএমপির একজন ট্রাফিক পুলিশ সদস্য।

ডিএমপি ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ জানান, রোববার মেয়েটিকে মহাখালী বাস টার্মিনাল এলাকার সামনে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানে উপস্থিত লোকজন মেয়েটিকে বাসে তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় সেখানে দায়িত্বরত সার্জেন্ট মো. ইকরামুল আলম মেয়েটিকে মহাখালী ট্রাফিক জোন অফিসে নিয়ে আসেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মেয়েটি তার নাম ও বয়স জানায়। সে আরও জানায়, তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈরে। গত শনিবার রাতে বিভিন্ন কারণে বাবা-মার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সেই থেকে অভিমান করে সে। পরের দিন ভোর সাড়ে ৫টায় গাজীপুরের চন্দ্রা মোড় থেকে মহাখালী বাস টার্মিনালের বাসে আসে সে। বিকেলের দিকে তাকে উদ্ধার করে পুলিশ।
এসি আশফাক আহমেদ বলেন, কার্যালয়ে এনে তার কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে তার বাবা-মার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। মেয়ের খোঁজ পেয়ে তারা তড়িঘড়ি করে ঢাকার উদ্দেশে রওনা করেন। তার বাবা-মা ট্রাফিক পুলিশ বক্সে আসার আগ পর্যন্ত তাকে বিভিন্ন উৎসাহমূলক এবং মোটিভেশনাল কথাবার্তা বলা হয় যাতে সে স্বাভাবিক হতে পারে এবং খুশি মনে বাবা-মার সঙ্গে ফিরে যেতে পারে। তার বাবা-মা ঢাকায় পৌঁছানোর পর মহাখালী ট্রাফিক জোন অফিসে আসেন এবং তাদের মেয়েকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। আইনি প্রক্রিয়া শেষে রাতে মেয়েটিকে বাবা-মার কাছে হস্তান্তর করে পুলিশ।
তিনি আরও বলেন, বাবা-মা এবং সন্তানের মাঝে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে তাদের কাউন্সেলিং করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ