Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের বাধা কাটলো

সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ভূমি অধিগ্রহণ সংক্রান্ত এক মামলায় চট্টগ্রাম ওয়াসার চার হাজার কোটি টাকার সুয়ারেজ প্রকল্পের কাজে প্রদত্ত অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা আদেশ রদ ও রহিত করেছেন আদালত। এর ফলে চলমান এ মেগা প্রকল্প বাস্তবায়নে বাধা কেটে গেছে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠার ৫৯ বছর পর চট্টগ্রাম ওয়াসা সুয়ারেজ প্রকল্প হাতে নেয়। নগরীর হালিশহরে ১৬৩ একর জমিতে এ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত ৪ এপ্রিল একজন ভূমি মালিকের আবেদনের ভিত্তিতে প্রকল্প কাজের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এর বিরুদ্ধে আপিল করে চট্টগ্রাম ওয়াসা।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ গতকাল সোমবার ইনকিলাবকে বলেন, আদালত নিষেধাজ্ঞাটি তুলে নিয়েছেন। এখন প্রকল্প কাজে আর কোন বাধা রইল না। দ্রুত প্রকল্পের কাজ এগিয়ে যাবে।
চট্টগ্রাম ওয়াসার আইন উপদেষ্টা মানবাধিকার আইনবিদ জিয়া হাবীব আহসান বলেন, চট্টগ্রাম ওয়াসা, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের বিরুদ্ধে হালিশহরের ওয়াসার সুয়ারেজ প্রকল্পের ভূমি অধিগ্রহণ অবৈধ ঘোষণা চেয়ে ২০২০ সালে জনপ্রতিনিধিত্বমূলক মামলাটি দায়ের করেছিলেন জনৈক সৈয়দ মুহাম্মদ এনামুল হক ওরফে ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মুনিরী। ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওয়াসার লিখিত আপত্তি দাখিল করলে দোতরফা সূত্রে শুনানি হয়। উভয়পক্ষকে শুনানী শেষে আদালত সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেন। এটি জনস্বার্থে সরকারের চার হাজার কোটি টাকার মেগা প্রকল্প। জনগণের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার বাস্তবায়নের আলোকে প্রকল্পটি বাস্তবায়নাধীন। শুনানিকালে ওয়াসার পক্ষে আরও উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, এডভোকেট মো. সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মো. হাসান আলী, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান) প্রমুখ। বাদী পক্ষে শুনানীতে অংশ নেন ব্যারিস্টার আফরোজা আকতারসহ আইনজীবীরা।
সুয়ারেজ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দক্ষিণ কোরিয়ার তায়ং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এ প্রকল্প কাজ করছে। প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম নগরীতে এটি হবে পয়:নিষ্কাশনে চট্টগ্রাম ওয়াসার প্রথম প্রকল্প। বাংলাদেশ সরকার ও ওয়াসার যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর ২০ লাখ মানুষ এ পয়:নিষ্কাশন ব্যবস্থার আওতায় আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ