Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না : সালমান এফ রহমান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ৮:০১ পিএম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন,  বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের বিষয়ে সালমান এফ রহমান বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার যে রিপোর্টগুলো প্রকাশ করে তা স্থানীয়দের কাছ থেকে শুনে করা হয়। তাই সব রিপোর্টে সঠিক তথ্য থাকে না। তাছাড়া রিপোর্টগুলো নিয়ে তদন্তও হয় না। তাই মানবাধিকারের সব রিপোর্ট সঠিক নয়। সাধারণ মানুষদের কাছ থেকে রিপোর্টগুলো শুনে করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। জ্বালানী ছাড়াও অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আজ সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন সালমান এফ রহমান।
তিনি বলেন, আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের ২২টি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে করবে। সে সময় জ্বালানী ছাড়াও অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র থেকে আসা তুলায় যেন জিএসপি সুবিধা দেয়া হয়- বাংলাদেশের ব্যবসায়ীদের দীর্ঘদিনের এমন দাবির বিষয়ে সালমান এফ রহমান বলেন, এ ব্যাপারে রাষ্ট্রদূত বলেছেন কাজটা খুব একটা সহজ না। কারণ ২০১৩ সালে বন্ধ হয়ে যাওয়া জিএসপি সুবিধা চালু করতে হলে আইন পরিবর্তন করতে হবে। তাই সেটা সময় সাপেক্ষ ব্যাপার।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ