Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিক্সড টেলিফোন ও উচ্চগতির প্রি-পেইড ইন্টারনেট সেবা চালু বিটিসিএলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

ফিক্সড টেলিফোন ও উচ্চ গতির ইন্টারনেট সার্ভিসের জন্য প্রথমবারের মতো প্রিপেইড সেবা চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড- বিটিসিএল। এর মধ্য দিয়ে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কোম্পানি পুরোপুরি ‘ডিজিটাল বিলিং’ কার্যক্রমও শুরু করল। গতকাল রোববার বিটিসিলের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রি-পেইড সার্ভিসের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। উদ্বোধনের পর তিনি বলেন, দেশের মানুষ এখনও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখে। বিটিসিএলের ইন্টারন্টে ও কলিং অ্যাপ সেবায় গ্রাহক সংখ্যার বৃদ্ধি তারই প্রমাণ। বিটিসিএল আগামী দিনে চতুর্থ শিল্প বিপ্লব এবং ফাইভ জি প্রযুক্তিতে টেলিযোগাযোগ খাতে লাভজনক ও নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা, বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল আলম এবং টেলিকম এন্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ-টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান বলেন, এমওটিএন (মডার্নাইজেশন অব টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক) প্রকল্পের মাধ্যমে বিটিসিএল আধুনিকতম প্রযুক্তির সক্ষমতা অর্জন করেছে। এ কারণেই গ্রাহক সেবায় এত বড় উন্নয়ন সম্ভব হয়েছে। এখন বিটিসিএল সর্বাধুনিক প্রযুক্তির আরও অনেক সেবা এবং পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় চলতে সক্ষম।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ডিজিটাল ব্যবস্থাপনায় টেলিসেবা অ্যাপের মাধ্যমে গ্রাহকের অভিযোগের সমাধান এবং নতুন সংযোগের আবেদন ব্যবস্থা চালু, সফলভাবে কলিং অ্যাপ আলাপ চালু সহ গত তিন বছরে বিটিসিএলের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, বিটিসিএলের লোকসানের পরিমাণ এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এবং আগামী বছরের মধ্যেই লাভজনক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রিপেইড প্যাকেজে রয়েছে টেলিফোন প্যাকেজ এবং ইন্টারনেট বান্ডেল প্যাকেজ (টেলিফোনসহ)। ১৫০ টাকায় ৩০ দিন মেয়াদে টেলিফোন প্যাকেজ পাওয়া যাবে। আর ইন্টারনেট সেবার জন্য ৫ এমবিবিএস থেকে ১০০ এমবিবিএস পর্যন্ত ১১টি প্যাকেজ মিলবে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৪২০০ টাকায়। টেলিফোনসহ ইন্টারনেট প্যাকেজ পেতে প্রতিটির জন্য ১০০ টাকা দিতে হবে। আর মেয়াদ হবে ৩০ দিন।
বিটিসিএলের গ্রাহকরা ঘরে বসে মাই বিটিসিএল পোর্টালের (যঃঃঢ়://সুনঃপষ.নঃপষ.মড়া.নফ) মাধ্যমে প্রিপেইড সার্ভিসের প্যাকেজ বাছাই করে এই সার্ভিসের জন্য আবেদন করতে পারবেন। কোনো জামানত ছাড়াই গ্রাহকরা প্রিপেইড টেলিফোন ও উচ্চগতির ‹জিপন› প্রযুক্তির ইন্টারনেট সংযোগ নিতে পারবেন। এ ছাড়া প্রিপেইড গ্রাহকরা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই নগদ, বিকাশ কিংবা যেকোনো ব্যাংক কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। বিটিসিএলের প্রিপেইড গ্রাহকরা ১১টি প্যাকেজের মাধ্যমে বিটিসিএল থেকে বিটিসিএল আনলিমিটেড ও অন্যান্য অপারেটরে স্বল্প খরচে কথা বলার সুযোগ এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। প্রিপেইড প্যাকেজে বিটিসিএল থেকে বিটিসিএলে ৩০ দিন আনলিমিটেড কথা বলার সুবিধা পাওয়া যাবে মাত্র ১০০ টাকায়। বিটিসিএল থেকে অন্য অপারেটরে ৪৮ পয়সা মিনিট এবং ইন্টারন্যাশনাল কলের ক্ষেত্রে বিটিআরসি নির্ধারিত মূল্য হার প্রযোজ্য হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ