Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির দায়িত্ব নিল ভিপি নুরের সংগঠন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ৪:৫৬ পিএম

সুযোগ পেয়েও অর্থের অভাবে মেডিকেলে ভর্তির শঙ্কায় থাকা চার শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছেন গণঅধিকার পরিষদ। ডাকসুর সাবে ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর এসব শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করেন। এসব শিক্ষার্থীরা পারিবারিক অভাব অনাটনে খরচ যোগার করতে না পারায় ভর্তি নিয়ে শঙ্কায় ছিলেন।

এ বিষয়ে নুর গণমাধ্যমকে জানান, ‘যারা অর্থের অভাবে মেডিকেলে ভর্তি হতে পারছে না তাদেকে সহযোগিতার জন্য আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম। সেখান থেকে তিনজন আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাদেরকে ভর্তি হতে যে খরচ লাগে সেটা দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও একটি অনলাইন গণমাধ্যমের খবরে জানতে পারি এক শিক্ষার্থী অর্থের অভাবে ভর্তি নিয়ে শঙ্কায় আছেন। আমরা তাকেও সহযোগিতা করি। তাদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।'

নুর আরও জানান, 'দেশের অদম্য মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে ঝড়ে না পড়ে, তাদের জন্য তাদের আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা অতিতেও তাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব।'

যাদেরকে ভর্তির সহযোগিতা করা হয়েছে, তাদের একজন শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ, আরেকজন নীলফামারী মেডিক্যাল কলেজ, আরেকজন রাজশাহী মেডিক্যাল কলেজ ও আরেকজন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ