Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের রায় উপেক্ষা করে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ৮:০৪ পিএম | আপডেট : ৮:০৭ পিএম, ১৪ এপ্রিল, ২০২২

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি গোষ্ঠীকে জয়ী করতে নির্বাচন কমিশনার শফিউদ্দিন আহম্মেদ ও তার নির্বাচন বোর্ড প্রচেষ্টা চালাচ্ছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সাদিকুর রহমান সমর্থিত প্যানেল মোজাম্মেল-কামাল গণতান্ত্রিক পরিষদ।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল-কামাল প্যানেল পরিষদের বক্তারা বলেন, মাদারীপুর যুগ্ম জেলা দ্বিতীয় আদালতে ১০৪/২২ দেওয়ানী মোকাদ্দমা অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্বেও, আমাদের প্রতিপক্ষ প্যানেল নির্বাচন কমিশন বোর্ডকে ম্যানেজ করে, নীল নকশা পাতানো অবৈধভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন। আগামী শনিবার (১৬ এপ্রিল) এ নির্বাচনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া আমাদের প্যানেলের সকল সদস্যদের দাবি নিরপেক্ষ একটি নির্বাচন এবং আগের নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠনের। পাশাপাশি হালনাগাদ ভোটার তালিকা না করলে এই নির্বাচন অবৈধ হবে। তাই আমরা চাই যাচাই-বাছাই করে ভোটার তালিকা প্রণয়ন ও নতুন করে নির্বাচনের ব্যবস্থা করার।

এ বিষয়ে অপর প্যানেলের প্রধান শাহজালাল বাচ্চুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয় নির্বাচন কমিশনার শফিউদ্দীন আহম্মদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ