Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নববর্ষের শুভেচ্ছা জানালেন বিদেশি কূটনীতিকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ৭:২৪ পিএম

ঢাকার বিদেশি মিশন ও মিশনের দায়িত্বরত হাইকমিশনার-রাষ্ট্রদূতরা সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মিশনগুলোর মধ্যে রয়েছে- চায়না, ভারত, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন ও সুইজারল্যান্ড।

আর দূতদের মধ্যে রয়েছেন- অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেনসহ আরও অনেকেই। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টুইট বার্তা এবং ফেসবুকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানায় বিদেশি মিশন ও দূতরা। ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

শুভেচ্ছা বার্তায় চীনা দূতাবাস লিখেছে, বাংলা নববর্ষ ১৪২৯ এর শুভ আগমন উপলক্ষে বাংলাদেশের সকল বন্ধুদের জানাই বৈশাখী শুভেচ্ছা। এ নতুন বছরে কামনা করি- সকলের সুস্বাস্থ্য, নব অগ্রগতি এবং অফুরন্ত সুখ ও বিস্ময়কর সমৃদ্ধি। চীন-বাংলাদেশের বন্ধুত্ব চিরস্থায়ী হোক। অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বছরে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আগামী ৫০ বছরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে, এমন প্রত্যাশায় আছি।

টুইটে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে লিখেছেন, শুভ বাংলা নববর্ষ ১৪২৯! নতুন বাংলা বছরে আমি আপনাদের সবার সুখ এবং সমৃদ্ধি কামনা করছি। সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডস লিখেছেন, সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো আমাদের পক্ষ থেকে। শুভ নববর্ষ ১৪২৯ ! ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ