Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতীতের সাম্প্রদায়িক জঙ্গিবাদীর ভয়াবহ তৎপরতার রেশই সাম্প্রতিককালে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা -তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৫:৪০ পিএম, ১৩ নভেম্বর, ২০১৬

নড়াইল জেলা সংবাদদাতা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রতিককালে নাছির নগরে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপরে যে আক্রমণ, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বিভিন্ন কতিপয় যে বিচ্ছিন্ন কিছু ঘটনা, এসব কিছুই হচ্ছে অতীতের যে সাম্প্রদায়িক জঙ্গিবাদীর যে ভয়াবহ তৎপরতা ছিল তারই রেশ। মুসলিম বা হিন্দু সম্প্রদায়ের অভ্যন্তরীণ কোন বিরোধের কোন ঘটনা এটা নয়। এটা হচ্ছে কতিপয় বহিরাগত উপর থেকে চাপিয়ে দেওয়া সন্ত্রাসী তৎপরতার একটা ঘটনা।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ নড়াইল জেলা শাখার কর্মী সম্মেলনের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার যে ষড়যন্ত্র খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলে আসছে। বেগম খালেদা জিয়া এবং বিএনপি তারা ক্রমাগতভাবে রাজাকারের সাথে বন্ধুত্ব অব্যাহত রেখেছে। জঙ্গি সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা করছে। যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছিল, এখন পর্যন্ত তাদের নীতির কোন পরিবর্তন ঘটেনি।

পরে জেলা পরিষদ মিলনায়তনে জাসদের কর্মী সম্মেলনে নড়াইল জেলা জাসদের সহ-সভাপতি তালুকদার হুমায়ুন কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট রবিউল আলম, সহ- সভাপতি মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পান্তু প্রমুখ।

এর আগে তথ্যমন্ত্রী ফিতা কেটে নড়াইল জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন।

সম্মেলন শেষে তিনি জেলা তথ্য অফিস পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা তথ্য অফিসার মো. মেহেদী হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে তিনি সদর উপজেলার তারাপুর গ্রামে জারী সম্রাট মোসলেম উদ্দিন বয়াতির ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করেন।


আতিয়ার রহমান/নড়াইল/১৩/১১/১৬



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ