Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারপ্রার্থী যেন হয়রানির শিকার না হয় প্রধান বিচারপতির নির্দেশনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম


 প্রত্যন্ত অঞ্চলে থেকে বিচারের জন্য সুপ্রিম কোর্টে আসা মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়-এই মর্মে নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল বুধবার এক প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশনা দেন তিনি। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এই কর্মশালার আয়োজন করে।
প্রধান বিচারপতি আরও বলেন, সুন্দরবন বা ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে হয়তো এক টুকরো জমি রক্ষার জন্য অসহায় মানুষ আসলো সুপ্রিম কোর্টে। অনেক ক্ষেত্রে আইনজীবীদের কাছে তেমন সহযোগিতা পায় না তারা। অনেক আইনজীবী খারাপ আচরণ করেন। অতিরিক্ত টাকা-পয়সা চান। লিগ্যাল এইডকে এ ধরণের বিচারপ্রার্থীর পাশে দাঁড়াতে হবে। নতুন করে হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি বলেন, আদালত অঙ্গনে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। কিছু অসাধু কর্মকর্তার কারণে সবার বদনাম হয়। অপরাধীদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে কুণ্ঠিত বোধ করা হবে না বলে জানান তিনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ