Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খান সাহেব হুজুরের ৪০তম ওফাত দিবস আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

আজ কিশোরগঞ্জের বিশিষ্ট আধ্যাত্মিক পুরুষ, শাইখুল হাদীস আল্লামা আহমাদ আলী খান (খান সাহেব হুজুর)-এর ৪০তম ওফাতবার্ষিকী। ১৯৮২ সালের ১৩ এপ্রিল ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ ৬০ বছর এই বিশিষ্ট শিক্ষাবিদ, শাইখুল হাদীস, ঐতিহাসিক শহীদী মসজিদ এবং জামিয়া ইমদাদিয়ার অন্যতম রূপকার ও আজীবন প্রিন্সিপাল, বৃহত্তর ময়মনসিংহের শাইখে তরীকত হিসাবে দেশ ও জাতির বিশাল খেদমত করেন। কিশোরগঞ্জ সদরের সাবেক এমপি মরহুম মাওলানা আতাউর রহমান খান তার একমাত্র সন্তান। মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতি ড. ওয়ালিয়ুর রহমান খান, প্রফেসর ড. মাওলানা খলীলুর রহমান খান, অর্থনীতিবিদ মাওলানা রেজওয়ান খান এমবিএ, কবি মুহিব খানসহ তার সাত নাতি-নাতনি সমাজের নানাক্ষেত্রে অবদান রেখে চলেছেন। তারা তাদের দাদাজানের ওফাতবার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ